টার্মস এবং কন্ডিশনস
আমাদের হাই-টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সে জয়েন করার আগে, এই শর্তাবলী সম্পূর্ণভাবে পড়ে নেয়ার জন্য অনুরোধ করছি।
১) অ্যাকাউন্ট ইনফোরমেশন: আপনার লগইন ইনফো (ব্যবহারকারীর ইউজারনেম/ইমেইল এবং পাসওয়ার্ড) অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। এটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য। যদি আপনি এই তথ্য অন্য কারো সাথে শেয়ার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় ব্লক হয়ে যেতে পারে। ফলে আপনি আমাদের ওয়েবসাইটে লগইন করতে বা কোর্সের কোনো বিষয়বস্তুতে প্রবেশ করতে পারবেন না।
২) লগইন নিয়মাবলী: আপনি শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন। একাধিক ডিভাইসে লগইন করা যাবে না। আমাদের পরামর্শ হলো, আপনি আপনার কম্পিউটার থেকে লগইন করুন, এতে ভিডিও সঠিকভাবে দেখতে এবং ফাইলগুলো অ্যাক্সেস করতে সুবিধা হবে।
৩) আর্নিং ডিসক্লেইমারঃ আমরা কোনো ইনকাম গ্যারান্টি দেইনা। এই কোর্সে দেখানো হবে আর্নিং এর প্রসেস গুলো। আপনি কত টাকা আর্ন করতে পারবেন এগুলো ডিপেন্ড করবে আপনার ডেডিকেশন, স্কিল এবং কাজ গুলো প্রপারলি এপ্লাই করার উপরে।
৪) ইনভেস্টমেন্ট ঝুঁকিঃ যেকোনো ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এর ঝুঁকি থাকে। তাই, কোনো ব্যবসা বা বিনিয়োগে অংশ নেওয়ার আগে নিজে গবেষণা করুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন, এবং আপনার পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন। আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত বা কার্যক্রম থেকে সৃষ্ট কোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
৫) কোর্স মেটিরিয়াল: কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোর্সের যেকোনো মেটিরিয়াল শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আশা করি, আপনি এ ধরনের কাজ করবেন না যা সামগ্রিকভাবে সবাইকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
৬) ভিডিও ডাউনলোড: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোর্সের ভিডিও ডাউনলোড করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।দয়া করে পাইরেসি থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন। এমন কিছু করলে আমরা লিগ্যাল একশন নিতে বাধ্য হবো কারন আমরা সকল ম্যাটারিয়ালস বাংলাদেশের আইন অনুযায়ী কপিরাইট রেজিস্টার্ড।
৭) ফেইসবুক সিক্রেট গ্রুপ রুলস: অনুরোধ করা হচ্ছে, আমাদের কোর্সের গ্রুপে কোনো ধরনের সেলফ প্রমোশন, কারো সাথে আক্রমণাত্মক ব্যবহার, কাওকে হেয় প্রতিপন্ন করা সম্পুর্ন নিষিদ্ধ। এই ধরনের আচরন করলে বিনা নোটিশে গ্রুপ থেকে ব্যান করা হবে।
৮) সাপোর্ট: সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে যোগ দিতে হবে। গ্রুপে আপনি পোস্ট করবেন আমরা সময় করে সেগুলো উত্তর দিবো। এছাড়াও লাইভে এসে আমরা আপনাদের সমস্যা গুলোর কথা শুনবো এবং সল্যুশন দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত মেসেজ বা ফোন কলের মাধ্যমে কোনো সাপোর্ট প্রদান করা হয় না।
৯) আমাদের কোর্সের পাইরেসি করলে বা করতে সাহায্য করা হলে যেনো আমরা তাকে সনাক্ত করতে পারি তাই NID কার্ড নেয়া হবে পেমেন্ট কনফার্ম হওয়ার পরে।
১০) সাপোর্ট সময়: আমাদের সাপোর্ট সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনাকে সাপোর্ট এর জন্য পোস্ট করতে হবে।
১১) টার্মস এন্ড কন্ডিশনস পরিবর্তন: কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই শর্তাবলীতে পরিবর্তন আনতে পারে।
১২) কোর্স কেনার শর্ত: আমাদের থেকে যেকোনো কোর্স কেনার অর্থ হলো আপনি উপরে বর্ণিত টার্মস এবং কন্ডিশনস পড়েছেন এবং এতে সম্মত হয়েছেন এবং তারপরেই আমাদের থেকে কোর্স কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
রিফান্ড নীতিমালাঃ
১) কোর্স এনরোল করার পরে কোনো রিফান্ড দেওয়া হবে না।
২) আমাদের কোর্স গুলো যেহেতু রেকোর্ডেড হবে আপনি কেনার সাথে সাথেই এক্সেস পেয়ে যাবেন তাই রিফান্ড করা পসিবল হবেনা।
কোর্স এ জয়েন করতে,
নিচের বাটনে ক্লিক করুন
