আমাদের লক্ষ্য হলো—যারা শুরু করতে চান, তারা যেন কোনো খরচ ছাড়াই একটি পরিষ্কার দিকনির্দেশনা পান এবং আত্মবিশ্বাসের সাথে তাদের যাত্রা শুরু করতে পারেন।

Affiliate Marketer & Content Writer
Affiliate Marketer
আলহামদুলিল্লাহ, আমি AppSumo থেকে আমার প্রথম বোনাস পেয়েছি।
এর আগে আমি ২-৩টি সেল করেছিলাম, কিন্তু বোনাস পাইনি কারণ আমি আগেই একজন কাস্টমার ছিলাম।
আমি আমার প্রিয় ভাই, শহীদুজ্জামান শহীদ ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। তিনি আমাকে এই ক্ষেত্রে আসতে সাহায্য করেছেন।
আল্লাহ যেন তাকে বরকত দান করেন এবং উত্তম প্রতিদান দেন।

Affiliate Marketer & Content Writer
Affpilot দিয়ে ওয়েবসাইট flip করা case study comment section e শেয়ার করলাম ।
Affiliate Marketer
আলহামদুলিল্লাহ, সেল আসছে। আমি কিছু পোস্টে হিউম্যান টাচ যোগ করেছি—সব পোস্টই প্রকাশিত হয়েছে Affpilot AI দিয়ে।
এক্সপার্ট ভাইয়েরা, দয়া করে পরামর্শ দিন কীভাবে আরও এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি সবার সফলতা কামনা করি।
ধন্যবাদ,
শহীদুজ্জামান শহীদ
Affiliate Marketer
Affiliate Marketer
আলহামদুলিল্লাহ্, জীবনের প্রথম ইন্টারন্যাশনাল আর্নিং!
ডোমেইন নিয়েছি অক্টোবারে কিন্তু সাইট বিল্ড করেছি নভেম্বরে। ডিসেম্বার মাসেই এপ্লাই এবং সেল দু’টয়াই পেয়েছিলাম কিন্তু এক্সিস্টিং কাস্টমার হওয়ায় কমিশন পাইনি। কাজ করছিলাম এপ্সুমো নিয়ে।
Shahidujzaman Shahid ভাইয়াকে জানিয়েছিলাম, ভাইয়া একটা ই-মেইল লিখার টিপস দিয়েছিলেন এরপর বাকি রেজাল্ট স্ক্রিনশটে। ভাইকে ধন্যবাদ দিলে কম হবে কারণ ছোটখাট অনেক বিষয় না জানার কারণে অনেক বড় কিছু মিস হয়ে যায়। তারপরও অনেক অনেক ধন্যবাদ ভাই!
Affiliate Marketer
Affiliate Marketer
মিডিয়ামে ফেব্রুয়ারি থেকে এফপাইলট কন্টেন্ট দিয়ে কন্টেন্ট দেয়া শুরু করি। উদ্দেশ্য শুধু দেখা প্যারাসাইট এসইও কেমন কাজ করছে। যেহেতু এখনো খুভ ভালো রেজাল্ট পাইনি তাই এই মুহূর্তে শেয়ার করতে চাইনি।
কিন্তু গতকাল সাহেদ ভাইয়ের পোস্ট দেখে ভাবলাম যেটুকু রেজাল্ট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের উপকার হবে। আর আমি মনে করি সরাসরি মিডিয়ামে কন্টেন্ট পাব্লিশ করতে পারলে এর চেয়ে ভালো সুবিধা আর হয় না। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ।
#১ নং ছবি
এটা গত মাসের রেজাল্ট। এখন পর্যন্ত মাত্র ২৮ টি কন্টেন্ট পাবলিশ করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ সাইট থেকে প্লাগিন দিয়ে জাস্ট শেয়ার দেয়া হয়েছে।
#২ নং ছবি
মুলত ফেব্রুয়ারিতে পোস্ট করার পর মার্চ থেকে টুকটাক রিড হচ্ছে। রেজাল্ট দেখে আমি কিছু কন্টেন্ট আবার এডিট করে আরো ভ্যালিড কন্টেন্ট এড করি এবংমাত্র ২ টা লিংক পোস্টে এড করেছি।
#৩ নং ছবি
আমার মনে হয় মিডিয়াম আমাকে ভালো সিগন্যাল দিচ্ছে প্রায় সব কন্টেন্ট এ টুকটাক রিড হচ্ছে।
#৪ নং ছবি
আমার বেস্ট পারফর্মড কন্টেন্ট যেটা বর্তমানে ফিচার স্নিপ্টে আছে। আমি এখন বেশি ভিউ পাওয়া কন্টেন্ট ফিচার স্নিপ্ট ফ্রেন্ডলি করে এডিট করছি।
#৫ নং ছবি
এতসব করে লাভ কি? যেহেতু প্রথমে বলেছি এটা কাজ করে কিনা দেখার জন্য কন্টেন্ট দিয়েছি। তাই আমি মাত্র ২ টা হায়পার লিংক ২ টা পোস্টে এড করেছি। রেজাল্ট হিসেবে কিছু ট্রাফিক পেয়েছি, যদিও জেটপাক প্লাগিন থেকে এর চেয়ে বেশি দেখায় কেন জানি এনালিটিক্স এ মাত্র ৪০ দেখাচ্ছে। ধরেই নিলাম ৪০ তবে এবার ৪০ কে ৪০০০ করা সম্ভব। যেহেতু এক্সপেরিমেন্ট শেষ এবার একশন এর পালা।
#কি ধরনের কন্টেন্ট ভিউ বেশি পাচ্ছে?
মেইনলি কোশ্চেন টাইপের কনটেন্ট ও ৫/১০ টিপস টাইপের কন্টেন্ট। ছবিগুলো দেখলেই বুঝবেন।
#কিওয়ারড সিলেকশন
আমার সব ফোরাব থেকে নেওয়া কিওয়ারড। আপনার বরতমান সাইটের টপ ভিউ কন্টেন্ট এর কিওয়ারড গুলো দিয়ে কন্টেন্ট লিখে মিডিয়ামে পোস্ট করুন ভালো রেজাল্ট পাবেন।.
Affiliate Marketer
Affpilot is a great tool for affiliate marketing
আলহামদুলিল্লাহ্ Amazon Affiliate ইনকাম!
সকল প্রসংশা মহান আল্লাহর।
অনেক বেশী কৃতজ্ঞ Shahidujzaman Shahid ভাইয়ের প্রতি।
একটা মাইক্রো নিশ নিয়ে ওয়েবসাইট শুরু করি ৮ মাস আগে । প্রথম দিকে ভালোই এগোচ্ছিল কিন্তু হটাত ইম্প্রেশন কমে যায়। আগ্রহ হারিয়ে ফেলি। তারপর ভাইয়ের লাইভ দেখার পর কি-ওয়ার্ড (Best for) বের করে একসাথে ২৫০ টি আর্টিকেল লিখে পাব্লিশ করি। Google আমাকে হতাশ করলেও হতাশ করেনি Bing!
Affiliate Marketer
অনেকে জানতে চেয়েছেন এখন আপডেট কি। ইনবক্স এ না জানিয়ে এখানেই দিয়ে দিলাম। এজাইকে/এডসেন্স/আমাজন সব মিলিয়ে দৈনিক ৪/৫ ডলার আর্ন হয়। ডেইলি ট্রাফিক ৪০০ +। এই সাইট নিয়ে আমার কোনো এক্সপেকটেশন নেই শুধু মাত্র টেস্ট পারপাস এ রান করা।
18/05/2022.
ছোট্ট একটা কেস স্টাডি :
২ বছরের পুরানো ওয়েবসাইট। মাইক্রো নিশ। ট্রাফিক তেমন ছিল না। এই মাসের শুরু থেকে affpilot দিয়ে বাল্ক কনটেন্ট দেয়া শুরু করি। শুরুতে কিছু ম্যানুয়াল টাচ দিলেও এখন গণহারে পোস্ট করছি। ২০০০ এর মত এখন পর্যন্ত পাব্লিশ আর্টিকেল। পুরোটাই ইনফো বেসড।
ভালো দিক , গুগল থেকে ট্রাফিক পাচ্ছে। খারাপ দিক বিং হটাৎ করে ডিইনডেক্স করে দিছে।
মান্থলি ট্রাফিক ১০০০০ পার করতে পারলে একটা ডিটেইলস কেস স্টাডি দেয়ার ট্রাই করবো।
ধন্যবাদ সবাইকে।

Content Writer
কিছুদিন আগে Mediavine এ সাইটটি Approved পাইছি। ধন্যবাদ Shahidujzaman Shahid vai k. এত সুন্দর একটা রাইটিং টুল আমাদের উপহার দেয়ার জন্যে.
পুরো সাইটটি Affpilot কনটেন্ট দিয়ে করা। মোট ৫০০ র মতো পোস্ট আছে। এই সাইটটি Pet নিসের। ঈদ অফারে ৪ মিলিয়ন মেগা প্ল্যানটি নিয়ে নিলাম। আরও ১০০০ কনটেন্ট পাবলিশ করার পরিকল্পনা আছে। ইনকাম আরো বাড়ুক কেস স্টাডি ও আপডেট শেয়ার করবো গ্রুপে।
Affiliate Marketer
Affiliate Marketer
Alhamdulillah, sales on Amazon have started ❤️

Affiliate Marketer
Shahidujzaman Shahid ভাই, প্রথমে সরি বলছি,
সবাইকে টেস্ট সার্ভার ইউজ করতে দেয়ার আগেই ভাই আমাকে দিয়েছিল – আমার সাথে অনেকক্ষণ কথা ও হয়েছিল, কিন্তু সময় করতে না পারায় পোস্ট দিতে পারি নাই।
আজ ১০-১৫ টার মতো আর্টিকেল লিখে টেস্ট করছি। নতুন ফিচারগুলো সত্যিই অসাধারণ হয়েছে – #অভিনন্দন এবং #ধন্যবাদ।
স্ক্রিনশট: ১০০% #Affpilot দিয়ে লিখা একটা সাইট এর #Ezoic আর্নিং। এটাই আমার সব থেকে ভালো করা সাইট। গত ৩০ দিনের আর্নিং টা একটু বেশিই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ।

Affiliate Marketer

Affiliate Marketer
Affiliate Marketer
Alhamdulillah 🙂 This website is consistently doing well.
Info & Money (Listing) content (All AI content written by Affpilot)
Monetization (Adsense, Amazon)
Expired domain
No human touch; only changed the featured image.
Thanks, Shahidujzaman Shahid Vai
Affiliate Marketer
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরেকটি সাফল্য দান করেছেন।
এটি একটি এডুকেশন সাইট। অধিকাংশ ভিজিটরই আসছে ভারত থেকে।
শুরুর দিকে RPM অনেক কম ছিল। এখন তা $5-এর উপরে এসেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে বলে আশা করছি।
শুরুর দিকে আমি Pinterest টার্গেট করেছিলাম, কিন্তু এখন ৯৫% ভিজিটর আসছে গুগল থেকে। তারপরও Pinterest থেকে এখনও ২,৪০০-এর বেশি ভিজিটর আসছে।
Affiliate Marketer
আমি আমার শিক্ষক শাহিদুজ্জামান শাহিদ স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যার কাছ থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেছি। তাঁর দিকনির্দেশনার ফলেই আজকের এই সাফল্য অর্জন করেছি। আমি সত্যিই কৃতজ্ঞ। সামনের দিনে তোমাদের প্রতি আমার পরামর্শ হলো—অবিচল থাকো এবং ধারাবাহিকতা বজায় রাখো।
Affiliate Marketer

Affiliate Marketer & Content Writer
Affiliate Marketer
Affiliate Marketer
আলহামদুলিল্লাহ, আজ আমি একটি উইথড্র করেছি। এই আয়টি দুই মাসে জমা হয়েছে। যখন আমি কোর্স শুরু করি, তখন দুটি ফ্রি টেক সাইটে পোস্ট করা শুরু করি। আমি গুগল নিউজ থেকে টেক কনটেন্ট কপি করে, ChatGPT এবং Affpilot AI রাইটিং টুল ব্যবহার করে রিরাইট করতাম এবং তারপর পাবলিশ করতাম।
কয়েকদিন পর আমি একটি ইমেইল পাই। আমার প্রোফাইল ইমেইলই ব্যবহার করা হয়েছিল। কেউ আমার লেখক প্রোফাইল ব্যবহার করে গেস্ট পোস্ট পাবলিশ করতে চেয়েছিল। প্রতি পোস্টে $10 অফার করেছিল। প্রথম দিনেই দুটি পোস্ট পাবলিশ করার পর তারা আমাকে $20 পাঠায়। এটি এমন অনেক পোস্টের মোট পেমেন্ট, যেখানে PayPal ফি বাদ দেওয়া হয়েছে। আমি আরও দুটি পোস্ট পাবলিশ করেছি, কিন্তু এখনো সেই পেমেন্ট পাইনি।
আমি এটি শেয়ার করছি যেন আপনাদের অনুপ্রাণিত করতে পারি। যদি আপনি ধারাবাহিক থাকেন এবং নিজের পরিশ্রমে বিশ্বাস রাখেন, তবে কোনো না কোনো পথ থেকে রিজিক আসবেই। আমি নিজেও পড়াশোনা এবং এজেন্সির কাজের ব্যস্ততার কারণে সময় বের করতে পারি না, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই ছোট ছোট প্যাসিভ ইনকামগুলো আমাকে মোটিভেট করে সামনে এগিয়ে যেতে। তাই আপনি নিয়মিত থাকুন, একদিন না একদিন কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে সুযোগ আসবেই।
ধন্যবাদ, আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
Affiliate Marketer
Alhamdulillah, 2 sales done.
Affiliate Marketer
আলহামদুল্লিয়াহ। অটোমোটিভ নিশে একটি ওয়েবসাইটের #case_study।
ওয়েবসাইটটি শুরু করি গতবছরের শুরুর দিকে। প্রথমে অনেক লো-কম্পিটিটিভ কী-ওয়ার্ড দিয়ে শুরু করি। মূলত সেসব লং কীওয়ার্ড এর MOZ DA 25 এর নিচে এবং মিনিমাম সার্চ ভলিউম ১০ আছে সেই কীওয়ার্ড নিয়ে পোস্ট লেখেছি।
প্রথম ১ বছরে প্রায় ৪০০ এর মত শুধু ইনফো আর্টিকেল পাবলিশ করেছি। সবগুলোই Affpilot দিয়ে লেখা। পরে Shahidujzaman Shahid ভাইয়ের আমাজনের উপর লাইভ দেখার পর বাল্ক আকারে মানি আর্টিকেল (Best for) পাবলিশ করি গত মাস থেকে। আলহামদুলিল্লাহ এখন মানি আর্টিকেলগুলো দ্রুত Index হচ্ছে এখন পর্যন্ত 1,471 পোস্ট ইন্ডেক্স হয়েছে।।
বেশিরভাগ ট্রাফিক Google, Bing, DuckDuckGo, Yahoo, ChatGPT.com থেকে আসতেছে ।
Top Countries: USA , UK, Canada, Australia
এখন ভাবতেছি মানি আর্টিকেলের পাশাপাশি ইন্ডিয়া আর ফিলিপাইনকে টার্গেট করে লো- কম্পেটিটিভ ইনফো আর্টিকেল দিয়ে মেডিয়াভাইন জার্নিতে এপ্রুভ করার।
Shahidujzaman Shahid ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাজন লাইভ ভিডিওটার জন্য। জাযাকাল্লাহ খাইরান ভাই
Affiliate Marketer
এফপাইলট নিয়ে এই গ্রুপে আমি আগেও কিছু পোস্ট করেছি আমার সাইটের গ্রোথ এবং আর্নিং নিয়ে।
খুব বেশি আর্ন করেছি এমন না তবে যা করেছি আলহামদুলিল্লাহ।
৫০০পোস্ট করে ৩০০$ আর্নিং এবং সেই সাইট ১৬০০$ এ সাইট সেল করা।
শুরু থেকে শেষ অবদি এফপাইলট এর সাথেই পথচলা।
কেইস স্টাডি কিনা জানিনা তবে কিছু কথা না বললে হয়তো হবেই না।
এফপাইলট এর পুরনো ভারসনে ২টা সাবস্ক্রিবশন নিয়ে মোট ৫০০ পোস্ট আমি করিছিলাম।
লাস্ট মান্থে সাইটের ভিজিটর ছিলো ১২কে সার্চ কন্সলে এবং আর্নিং ছিলো ইজোয়িক এ ৭৪$ এই গ্রুপের অনেকেই দেখেছেন আমার সেলিং পোস্ট ফ্লিপা গ্রুপে এবং সেখাং থেকেই একজন সাইট ব্রোকার কাছে সাইট সেল করা।
একটা কথাই বলবো অনেকেই গ্রুপে মাঝে মাঝে প্রশ্ন করে সাইট র্যাংক করে কিনা গুগলে হিট খায় কিনা আমি আমার সাইট বিগত ৮মাস কাজ করেছি এর মধ্যে অনেক গুলো আপডেট এই গিয়েছে আলহামদুলিল্লাহ কোন হিট আসে নাই কখনো ডাউন ও হয় নাই।
যারা ভাবেন সাইট র্যাংক করবে না তাদের উদ্দেশ্য বলি একটু ভালো কিউয়ার্ড রিসার্চ এবং হিউম্যান টাচ সাথে নিশটা ভালো করে কাভার করতে পারলে আমার মনে হয় গুগল আপনাকে খারাপ চোখে দেখবে না এতে হিট খাওয়ার সম্ভাবনা কমে যাবে। আমার ছোট নলেজ এ এটাই আসছে তাই এটুকুই বললাম।
ধন্যবাদ সবাইকে ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সাইট সেল এবং লাস্ট মান্থের কিছু ছবি দিলাম।
Affiliate Marketer
মাত্র ৮৮ টা এড ভিউ এ $2.57 ইনকাম আলহামদুলিল্লাহ । সাইট এ আজকে এখন পর্যন্ত ট্রাফিক এসেছে মাত্র ৩০ জন , অটো এড + ডিসপ্লে এড দেওয়া আছে প্রতি পোষ্ট এ অনেক গুলো ।
Page RPM: $29.20 CPC: $0.43 Niche: Kitchen Article: 100% Ai Written
Affiliate Marketer
একটা ছোট খাটো কেইস স্টাডি নিয়ে আসবো ইনশাআল্লাহ দোয়া কইরেন এফপাইলট দিয়ে বানানো আমার দ্বিতীয় সাইট সেল করতে যাচ্ছি।
বি:দ্র। ৫৫০টা পোস্ট থেকে ৪০০ডলার আর্নিং এবং সেল দিবো ইনশাআল্লাহ ৩০০০$ এর উপরে।
Affiliate Marketer
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমি ইমপ্যাক্টে অ্যাপ্রুভড হয়েছি। মোঃ সাইফুল ভাইয়ার অসাধারণ সহায়তায় এগিয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়েছে। আমি তাঁর প্রতি সত্যিই কৃতজ্ঞ। কেউ যদি তাঁর সাহায্য নিতে চান, তাহলে নির্দ্বিধায় তাঁর সাথে যোগাযোগ করতে পারেন।